সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

|

আশ্বিন ১২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অপরাধে রাতে ৩ যুবক আটক দিনে মুচলেকা মুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৪২, ২৭ সেপ্টেম্বর ২০২৫

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অপরাধে রাতে ৩ যুবক আটক দিনে মুচলেকা মুক্ত

ফাইল ছবি

পূজা মন্ডপের সামনে ধর্মীয় অনুভূতিতে  আঘাত করার  অপরাধে বন্দরে ৩ যুবককে রাতে আটক করে দিনে  মুচলেকা নিয়ে থানা থেকে ছেড়ে  দিয়েছে পুলিশ। আটককৃতরা হলো বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চর ইসলামপুর এলাকার পিয়ার হোসেন মিয়ার ছেলে রমজান (১৯) একই এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে তৌহিদ (১৮) ও একই এলাকার মামুন শেখের ছেলে সাদনান ওরফে সাকিব (১৭)। গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) গভীর   রাতে বন্দর উপজেলার চর ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চর ইসলামপুরস্থ শ্রী শ্রী ব্রহ্মমন্দির পূজা মন্ডপে এ ঘটনাটি ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে  প্রত্যেক্ষদৃশিরা জানিয়েছে, আটককৃত ৩ যুবক উল্লেখ্যিত মন্দির ও পূজা নিয়ে কটুক্তি করে। এতে করে সনাতন হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। পরে পূজা কমিটি বিষয়টি  পুলিশকে অবহিত করলে বন্দর থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে উল্লেখিত যুবকদের আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনার খবর পেয়ে  মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জু ও বন্দর উপজেলা  পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক শ্যামল দাস থানা পুলিশকে ম্যানেজ করে   আটককৃতদের কাছ থেকে মুচলেকা নিয়ে  দুপুরে তাদেরকে থানা থেকে ছেড়ে দেয়।

এ ব্যাপারে বন্দর থানার উপ পরিদর্শক (সেকেন্ড অফিসার) খাইরুল বাশার গণমাধ্যমকে জানান, এ বিষয়ে  ডিসি স্যার ও পুলিশ সুপার স্যারের সাথে কথা হয়েছে। স্থানীয় চেয়ারম্যান ও  পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে আটককৃতদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের জিম্মায় থানা থেকে ছেড়ে দেওয়া হয়।