সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

|

আশ্বিন ১২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৩৭, ২৮ সেপ্টেম্বর ২০২৫

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী

ফাইল ছবি

রাজধানীর বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক লাখ টাকা হারিয়েছেন মো. টিপু (৩৮) নামের নারায়ণগঞ্জের এক ব্যবসায়ী। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী মো. টিপু নারায়ণগঞ্জে পরিবারসহ বসবাস করেন এবং সেখানে একটি ব্যবসা পরিচালনা করেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টেপুপাড়া গ্রামে।

টিপুর স্ত্রী মোছা. আঁখি বেগম জানান, স্বামী টিপু উত্তর বাড্ডায় তার বোনের বাসায় গিয়েছিলেন। সেখান থেকে সৌদি আরবে যাওয়ার মেডিকেল পরীক্ষার খরচের জন্য এক লাখ টাকা ধার নিয়ে বাসে করে নারায়ণগঞ্জে ফিরছিলেন। পথে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে টার্গেট করে অজ্ঞান করে টাকা ছিনিয়ে নেয়।

তিনি আরও জানান, বাসযাত্রীরা টিপুকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে সন্ধ্যায় সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

ঘটনার বিষয়ে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘একজন অচেতন ব্যক্তিকে জরুরি বিভাগে আনা হয়েছে। তিনি চিকিৎসাধীন আছেন। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

এ ঘটনায় টিপু বা তার পরিবারের পক্ষ থেকে এখনও থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।