সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

|

আশ্বিন ১২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: আবদুল জব্বার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:১৬, ২৮ সেপ্টেম্বর ২০২৫

আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: আবদুল জব্বার 

জামায়াতের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার

ফতুল্লা দক্ষিন সাংগঠনিক থানা ফতুল্লা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কোতালেরবাগ, বাংলাদেশ মাঠ, সস্থাপুর উত্তর ও দক্ষিন এলাকায় আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ ৪ আসনের জামায়াতের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার জনসংযোগ করেন।

২৮ সেপ্টেম্বর বিকেলে শত শত নেতা কর্মী নিয়ে জনগনের সাথে সাক্ষাৎ করে দাঁড়ি পাল্লা মার্কায় ভোট ও দোয়া চান।

বাদ আসর কোতালের বাগ বাংলাদেশ মাঠ থেকে শুর করে কোতালেরবাগ মধ্যপাড়া, সস্থাপুর বিশ্বরোড এলাকা হয়ে বিভিন্ন সড়ক ও অলি গলিতে ভোটারদের সাথে সাক্ষাৎ করেন মাওলানা আবদুল জব্বার। 
সংক্ষিপ্ত আলোচানা মাওলানা আবদুল জব্বার বলেন "সকল বৈষম্য দূর করতে  আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে"। তিনি আরো বলেন যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন সেই আল্লাহ -ই জানেন মানুষের শান্তি কোন পথে। আর কুরআনের পহ হলো শান্তির পথ, তাই আসুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুরআনের বিধান দিয়ে মানুষের শান্তি প্রতিষ্ঠা করতে কুরআনের পক্ষের প্রতিনিধি কে বিজয়ী করতে শপথ গ্রহন করি। 

এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন, ফতুল্লা সাংগঠনিক দক্ষিণ থানা আমির মাওলানা নাসির উদ্দিন, সেক্রেটারি ডা: ফরিদ, ৫ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি এডভোকেট মাসুদুর রহমান, নুরুদ্দীন খুশি, শ্রমিক নেতা আজিজুদ্দিন বাবুল, বশির হাজি, মজিবুর রহমান, মো: মহসিন, মো:রজ্জব সহ শতাধিক নেতাকর্মী।