সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

|

আশ্বিন ১২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ছাত্র ফেডারেশনের নবনির্বাচিত জেলা কমিটির শ্রদ্ধাঞ্জলী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৪৪, ২৭ সেপ্টেম্বর ২০২৫

ছাত্র ফেডারেশনের নবনির্বাচিত জেলা কমিটির শ্রদ্ধাঞ্জলী

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার নবনির্বাচিত কমিটি

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার নবনির্বাচিত কমিটি বেলা ১১টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ জুলফিকার আহমেদ শাকিলসহ গণঅভ্যুত্থানের শহীদ ও মুক্তিসংগ্রামের সকল বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে নবনির্বাচিত জেলা কমিটি তাদের যাত্রা শুরু করে। 

নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক সৌরভ সেনের সঞ্চালনায় শ্রদ্ধাঞ্জলিতে সভাপতিত্ব করেন জেলার সভাপতি সাঈদুর রহমান। 

এসময় সভাপতি ছাত্রনেতা সাইদুর রহমান বলেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন দীর্ঘ ১৭ বছর ধরে নারায়ণগঞ্জে লড়াই সংগ্রাম জারি রেখেছে। ইতিহাসের সঠিক পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাস পাঠ করলে আমরা দেখবো কিভাবে ঐক্যবদ্ধ সংগ্রাম মুক্তির দ্বার উন্মোচন করে। এবং বিভক্তি কেবল সুবিধাবাদীদের সুযোগ করে দেয়।দীর্ঘ লড়াইয়ের ফলে আমরা পেয়েছি '২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থান। সাম্য,মানবিক মর্যাদা ও ন্যায়নিচার এর বাংলাদের প্রতিষ্ঠায় করার লড়াইকে এ অভ্যুত্থান আরো বেগবান করেছে। ছাত্র ফেডারেশন ছাত্র ও শ্রমিক স্বার্থে লড়াই করতে প্রতিজ্ঞাবদ্ধ। নারায়ণগঞ্জে মেডিকেল কলেজ স্থাপন ও ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করতে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ করতে আমরা লড়াই জারি রাখবো।

শ্রদ্ধাঞ্জলী নিবেদনে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির  সহ-সভাপতি ইউশা ইসলাম, সহ-সভাপতি তাইরান আবাবিল রোজা, সহ-সাধারণ সম্পাদক মৌমিতা নূর, সহ-সাধারন সম্পাদক অপুর্ব রায়, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, দপ্তর সম্পাদক শেখ সাদী, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মুন্নি আক্তার প্রত্যাশা, স্কুল বিষয়ক সম্পাদক অনামিকা চৌধুরি, প্রচার সম্পাদক স্বপ্নিল শোভন, কার্যকরী সদস্য রাইসা ইসলাম, কার্যকরী সদস্য সিয়াম সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।