সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

|

আশ্বিন ১২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দলিত সম্প্রদায়ের মাঝে পূজার উপহার খোরশেদের 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৫০, ২৮ সেপ্টেম্বর ২০২৫

দলিত সম্প্রদায়ের মাঝে পূজার উপহার খোরশেদের 

শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে পূজার উপহার সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় দলিত সম্প্রদায়ের লোকজনদের মাঝে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে পূজার উপহার সামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। 

রোববার (২৮ সেপ্টেম্বর) শহরের রবিদাস পাড়া লেনে দলিত সম্প্রদায়ের পূজা মন্ডপে এই উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। 

এসময় খোরশেদ বলেন, আপনারা জানেন গত চার বছর ধরে এখানে দলিত সম্প্রদায়ের লোকেরা পূজার আয়োজন করে। তারা দলিত সমাজ হিসেবে আনন্দ উৎসব থেকে বঞ্চিত হয়। আমি মনে করি মালিকের যেমন উৎসব করার অধিকার আছে তেমনি সবচেয়ে গরিব মানুষেরও আনন্দ উৎসব করার অধিকার রয়েছে। 

তিনি আরও বলেন, এখানে আশেপাশে বিত্তবান ও দানশীলদের সহায়তায় এখানে তারা দুর্গোৎসব উদযাপন করে। আমরা সাজসজ্জা থেকে শুরু করে সকল দিকেই একটু একটু করে ভাল করার চেষ্টা করছি। আগামী দিনে যেন আমরা আরও বৃহৎ পরিসরে এটা করতে পাটি সেজন্য আপনারা দোয়া করবেন। আমরা আগামী বছর চেষ্টা করবো এটা যেন আরেকটু খোলামেলা জায়গায় করা যায়। আমি রবিদাস পাড়ার লোকজনদের ধন্যবাদ জানাই। তারা নিজেদের কাজ রেখে এখানে সময় দিচ্ছে। 

এসময় রামকৃষ্ণ মিশনের স্বামী একনাথনন্দ মহারাজ বলেন, প্রতিমায় পূজো হয় আর জীবন্ত মানুষের কী পূজো হয় না। এই জীবন্ত মানুষদের পূজোর ব্যাবস্থা করায় খোরশেদ ভাইকে আমার প্রানঢালা অভিনন্দন। প্রতিটি মায়ের মাঝে মা দূর্গা বিরাজমান। খোরশেদ ভাই সবসমশ আমার সাথে যোগাযোগ রাখেন। আমি তাকে কখনও না বলি না। 

এসময় উপস্থিত ছিলেন ডা. আশীষ কুমার দে, বিশ্বজিত সাহা, বুরাণ মুখার্জি, মহানগর কৃষক দলের সহ সভাপতি রানা মুজিব, শওকত খন্দকার, মোঃ মিঠু, মাসুদ আহমেদ, ইমন, নাঈম মোল্লা, ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের জাহিদ হাসান, মোঃ রনি প্রমুখ।