সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

|

আশ্বিন ১২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিএনপি নেতারা যখনই ডাকবে আমি পাশে থাকবো : বাবুল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:১৪, ২৭ সেপ্টেম্বর ২০২৫

বিএনপি নেতারা যখনই ডাকবে আমি পাশে থাকবো : বাবুল

শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল

প্রাইম গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল বলেছেন, মহানগর বিএনপির নেতারা যখনই আমাকে ডাকবে আমি সব সমসয় তাদের পাশে থাকবো। তারা বড় ভাই মনে করে আমাকে যদি ডাকে আমি তাদের সাথে থাকবো।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের হোসিয়ারি সমিতিতে মন্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদান তুলে দেন মহানগর বিএনপির নেতারা। অনুদান অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, ব্যাবসায়ী আর রাজনীতিবিদরা একে অপরের পরিপূরক। আমি রাজনীতিবিদদের থেকে আশা করবো আপনারা আমাদের দিকেও খেয়ার রাখবেন। আমরা সম্প্রীতির সমাজ গড়ে তুলবো।

তিনি আরও বলেন, ধর্ম যার যার বাংলাদেশ সবার। এখানে শুধু সনাতন ধর্মাবলম্বীরা নয়, বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে। আমরা জনাব তারেক রহমানের দেয়া এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশকে বিনির্মাণ করবো।

তিনি বলেন, আপনারা আমার পরিবার ও আমার জন্য দোয়া করবেন। আমাকে যখনই ডেকেছেন আমি সবসময় আপনাদের পাশে ছিলাম। আমরা বিএনপি ঘরনার জন্য ফ্যাসিস্ট সরকার আমাদের ডাকতো না। আমি কিন্তু পূজার প্রতিটি কমিটিতেই ছিলাম। টিপু ও সাখাওয়াত আমাকে এ জায়গায় বসিয়েছে, সম্মান দিয়েছে। আমি তাদের ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, আপনারা নির্বিঘ্নে আপনাদের পূজা উদযাপন করুন। আপনারা কোন চিন্তা করবেন না। আমরা সবসময় আপনাদের পাশে আছি।