
মানববন্ধন
ট্যঙ্কলরি মালিক-শ্রমিকদের সাথে গোদনাইল পদ্মা ডিপোর সেকেন্ড অফিসার আব্দুর রহিমের অসদাচরণ ও দুর্ব্যবহারের অভিযোগ তুলে এর প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ মালিক-শ্রমিকরা। এসময় পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে অভিযুক্ত এই কর্মকর্তার প্রত্যাহারের দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। রবিবার সকালে গোদনাইল এলাকায় পদ্মা অয়েল পিএলসি লিঃ এর সামনে মানববন্ধন করে এ দাবি করেন ট্যাঙ্কলরি মালিক-শ্রমিকরা।
মালিক-শ্রমিক বলেন, এই কর্মকর্তা এখানে আসার পর থেকেই তার মনগড়া নিয়মে সবকিছু পরিচালনা করেন। বিআরটিএ’র পারমিশন অনুযায়ী আমরা চাহিদা মত তেল লোড করতে পারিনা। ডিপোর সেকেন্ড অফিসারের চাহিদা অনুযায়ী তেল লোড করতে হয়। তিনি আমাদের অযথাই হয়রানী ও লাঞ্চিত করেন। আমাদেরকে লোড দেরি করে দেয়। ফলে রাত-বিরাতে আমাদেরকে বিভিন্ন পাম্পে তেল পৌছাতে হয়। তাছাড়া লোডে আমাদের অনেক শর্ট হয়ে যায়। এর কারণে মালিকরা আমাদের বেতন কাটে। এতে আমরা ক্ষতিগ্রস্থ হই। আমরা কিছু জিজ্ঞাসা করলেই আমাদের সাথে অসদাচরণ করেন। তাই আমরা তার প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে গোদনাইল পদ্মা ডিপোর সেকেন্ড অফিসার আব্দুর রহিম বলেন, অনেকেই বিগত ৫/৭ বছর কিংবা ৩ থেকে ৫ বছর কেলিব্রেশন করে নাই। কবে থেকে কেলিব্রেশন করবে এ বিষয়ে আমি তাদের কাছ থেকে লিখিত নিয়েছি। হয়তো এজন্যই তারা আমার নামে এসব অভিযোগ তুলছেন।