
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে মোহাম্মদ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার পুরিন্দা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ পুরিন্দা বড়বাড়ী এলাকার মোফাজ্জলেল ছেলে।
জানা যায়, সকালে তার ভাইয়ের সাথে বাড়ির পাশে মাদরাসার পেছনের পুকুরে মাছ ধরতে যায় মোহাম্মদ। এসময় অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে ডুবে যায় শিশু মোহাম্মদ। পরবর্তীতে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসিরউদ্দিন জানান, মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে একটি শিশু মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।