
প্রতীকী ছবি
বন্দরে ৩৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক সম্রাট মিজানুর রহমান ওরফে নাদিম (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মিজানুর রহমান ওরফে নাদিম বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকার মৃত মৃত মোহাম্মদ হোসেন মিয়ার ছেলে। ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক মোঃ ফারুক হোসেন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৭(১০)২৫। ধৃতকে উল্লেখিত মাদক মামলায় শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় বন্দর উপজেলার শুভকরদী এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মিজানুর রহমান ওরফে নাদিম দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।