
ফাইল ছবি
বন্দরে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামীসহ বিভিন্ন অপরাধে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার কেএনসেন রোডস্থ রাজবাড়ি এলাকার মৃত সোনা মিয়ার ছেলে বন্দর থানার দায়েরকৃত ২৩(২)১৯ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সানী (৩৮) বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী এলাকার দ্বীন ইসলাম মিয়ার ছেলে মাদক সেবী শরীফুল ইসলাম (৩০) ও বন্দর র্কোটপাড়া এলাকার মৃত জাহের আলী মিয়ার ছেলে সালাউদ্দিন (৫৫)৷ গ্রেপ্তারকৃত ৩ আসামী মধ্যে ধৃত সানীকে উল্লেখিত ওয়ারেন্টে ও বাকী ২ জনকে পুলিশ আইনের ৫৪ ধারায় শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে তাদের প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।