সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কুড়িয়ে পাওয়া কীটনাশক পান করে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪৯, ১১ অক্টোবর ২০২৫

কুড়িয়ে পাওয়া কীটনাশক পান করে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় কুড়িয়ে পাওয়া কীটনাশক পান করে মো. রোহান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া রোহান ভোলার চরফ্যাশন উপজেলার মাঝেরচর গ্রামের রাজিব হাওলাদারের একমাত্র ছেলে। দিনমজুর রাজিব হাওলাদার স্ত্রী ও সন্তান নিয়ে কাঁচপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন।

মৃত শিশুর মামা জাহিদুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় খেলতে গিয়ে রোহান রাস্তার পাশে একটি কীটনাশকের বোতল কুড়িয়ে পান করে। কিছুক্ষণ পরই সে বমি করতে থাকে ও অচেতন হয়ে পড়ে। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত ঢামেকে পাঠানো হয়। সেখানে চিকিৎসক রোহানকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।