সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে নিম্নঅঞ্চল প্লাবিত দেখা দিয়েছে কৃত্তিম বন্যা 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:১৫, ১১ অক্টোবর ২০২৫

বন্দরে নিম্নঅঞ্চল প্লাবিত দেখা দিয়েছে কৃত্তিম বন্যা 

ফাইল ছবি

অতিরিক্ত বৃষ্টিপাতের কারনে বন্দর উপজেলার নিম্নঅঞ্চল প্লাবিত হয়েছে। পয়ঃনিস্কাশন ব্যবস্থা না থাকার কারনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে।  এ ছাড়াও বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া, চর ঘারমোড়া,  বুরুন্দী, ১নং মাধবপাশা, কান্দীপাড়া, হাজরাদী চাঁনপুর, শান্তিনগর, চর ধলেরশ্বরী, কলাগাছিয়া, মহনপুরসহ বিভিন্ন এলাকায় নতুন করে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।  অতিমাত্রায় বৃষ্টিপাতের কারনে বন্দরে শীতলক্ষ্যা, ধলেরশ্বরী ও ব্রহ্মপুত্র নদীর পানি অনেকাংশ বৃদ্ধি পেয়েছে।

বিভিন্ন তথ্য সূত্রে জানাগেছে, বৈরী আবহাওয়ার কারণে অতিরিক্ত বৃষ্টিপাতে বন্দরে জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। ভারি বৃষ্টিপাতের কারনে দিনমজুর, কর্মজিবী ও শিক্ষার্থীরা মারাত্মক ভোগান্তি শিকার হয়েছে। বন্দরে অধিকাংশ রাস্তা ছিল ফাঁকা।

দীর্ঘ দিনের ভোগান্তিতে থাকা ঘারমোড়া এলাকার  বাসিন্দা শ্যামল মাষ্টার জানান,   সুষ্ঠ ড্রেনেজ ও পানি নিস্কাশন ব্যবস্থা না থাকায় বন্দর থানার দক্ষিণ ঘারমোড়া প্রধান রাস্তায় কৃত্তিম বন্যা দেখা দিয়েছে।

অপরাপর বাসিন্দা সোহেল  ইসলাম জানান,এই সমস্যা অনেক দিনের। বৃষ্টি হলেই বাড়ি-ঘর সব তলিয়ে যায়। নামাজ পড়তেও যাওয়া যায়না।

জলাবদ্ধতা থেকে  রেহাই পাওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী জনসাধারন।