সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মিথ্যা অপহরনের ঘটনায় ২ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:১৮, ১১ অক্টোবর ২০২৫

মিথ্যা অপহরনের ঘটনায় ২ যুবক আটক

ফাইল ছবি

জরুরি সেবা ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে প্রতারক যাত্রীকে উদ্ধারসহ  ২ যুবককে আটক করেছে  পুলিশ। আটককৃতরা হলো বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ বকুলতলা এলাকার রিক্সার গ্যারেজ মালিক বাচ্চু মিয়ার ছেলে শাহরিয়ার (২৬) ও একই এলাকার শফিকুল ইসলাম মিয়ার ছেলে বাবু ইসলাম (২২)। উদ্ধার হওয়া প্রতারক যাত্রী জিনমুরাইল একই থানার ফরাজিকান্দা এলাকার বাসিন্দা।
গত শুক্রবার (১০ অক্টোবর) রাতে বন্দর থানার মদনগঞ্জ বকুলতলা এলাকায় অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করা হয়। আটককৃতদের শনিবার (১১ অক্টোবর) দুপুরে পুলিশ আইনের ৩৪ ধারায় এদেরকে আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ ও আটককৃত যুবকদের স্বজনরা জানিয়েছে, মদনগঞ্জ বকুলতলা এলাকার শফিকুল ইসলামের ছেলে বাবু ইসলাম দীর্ঘ দিন ধরে বাচ্চু মোল্লার গ্যারেজে অটোরিক্সা চালিয়ে আসছিল। প্রতিদিনের ন্যায় গত শুক্রবার অটোরিক্সা চালক অটো নিয়ে কাজের উদ্দেশ্য বের হয়। এ সুবাদে ওই দিন রাতে বন্দর থানার ফরাজিকান্দা এলাকার বাসিন্দা পরিচয়দানকারি যুবক জিনমুরাইল ও   অজ্ঞাতনামা এক  যুবক যাত্রী হয়ে অটোরিক্সা উঠে। পরে জিনমুরাইল তার সাথে থাকা অজ্ঞাত নামা যাত্রী ২/৩ ঘন্টা অটোরিক্সাতে ঘুরাঘুরি করে অটোরিক্সা ভাড়া না দিয়ে অজ্ঞাত নামা  যাত্রী কৌশলে অটোরিক্সা থেকে নেমে পরেট পালিয়ে যায়। ওই সময় অটোরিক্সা চালক গাড়ীতে থাকা যাত্রী জিনমুরাইলের কাছ থেকে গাড়ী ভাড়া চাইলে এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ড হয়৷ পরে এক পর্যায়ে অটো চালক  বিষয়টি  গ্যারেজ মালিককে জানালে খবর পেয়ে গ্যারেজ মালিকের ছেলে শাহরিয়ার ঘটনাস্থলে আসে। ওই সুযোগে  পলাতক যাত্রী জরুরী সেবা ৯৯৯ মাধ্যমে মিথ্যা অপহরণের ঘটনা  সাজিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে প্রতারক যাত্রীকে উদ্ধারসহ  অটোচালক ও গ্যারেজ মালিকের ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়।