শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোয়া কোটি টাকার ভারতীয় শাড়িসহ পাচারকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০৬, ৮ জানুয়ারি ২০২৬

সোয়া কোটি টাকার ভারতীয় শাড়িসহ পাচারকারী আটক

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক কর ফাঁকি দিয়ে আসা প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ এক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে কোস্ট গার্ড স্টেশন পাগলা ফতুল্লা থানাধীন পাগলা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে পাচারকারীসহ মালপত্র আটক করে।

বুধবার (৭ জানুয়ারি) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

মজা না পেলে পয়সা ফেরত—ভারতকে হুমকি পাকিস্তান আইএসপিআর ডিজির

তিনি বলেন, অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি বালুর ট্রাক তল্লাশি করে প্রায় ১ কোটি ২৫ লাখ ৩৯ হাজার ৫২০ টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা ভারতীয় শাড়ি, মেহেদী, চকোলেট, বালু ও ট্রাকসহ একজন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত মালপত্র বংশাল সার্কেল কাস্টমস এবং পাচার কাজে ব্যবহৃত ট্রাক ও আটককৃত পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।