শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে বিএনপি নেতার নাম ভাঙ্গিয়ে পরিবহন চাঁদাবাজির অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৩৯, ৮ জানুয়ারি ২০২৬

সোনারগাঁয়ে বিএনপি নেতার নাম ভাঙ্গিয়ে পরিবহন চাঁদাবাজির অভিযোগ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি নেতার নাম ভাঙ্গিয়ে মহাসড়কে বালুর ড্রামট্রাক থেকে প্রতিদিন চাঁদাবাজির অভিযোগ উঠেছে। সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফের নাম ভাঙ্গিয়ে আষাঢ়িয়ার চর এলাকায় এ চাঁদাবাজি করে। এ চাঁদাবাজি বন্ধে সোনারগাঁ থানা পুলিশের সহযোগিতা চেয়েছেন ড্রাম ট্রাক চালকরা। তবে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে আব্দুর রউফ বলেন, মহাসড়কের পাশে জমি ভরাট করার ফলে সেখানে যানজটের সৃষ্টি হয়। ট্রাকগুলো পাহাড়া দেওয়া ও সিরিয়াল করার কারনে এ টাকা নিচ্ছেন। 

ভূক্তভোগী ড্রাম ট্রাক চালকরা জানান, উপজেলার আষাঢ়িয়ার চর এলাকায় মেঘনা গ্রæপের একটি জমিতে বালু ভরাট কাজ চলছে। ওই স্থানে প্রতিদিন ৬০-৭০টি ড্রাম ট্রাক বালু নিয়ে যায়। সেখানে সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফের নাম ভাঙ্গিয়ে তার কর্মী জহিরুল ইসলাম জহির ও ইয়ানবি প্রতিটি ট্রাক থেকে ২শ টাকা করে চাঁদা নিয়ে থাকেন। এ বিষয়ে প্রতিবাদ করলে তারা হামলা ও মারধরের হুমকি দেয়। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তারা। প্রতিদিন তারা ড্রাম ট্রাক থেকে ১২-১৫ হাজার টাকার  চাঁদা উত্তোলন করেন বলে জানিয়েছেন তারা। এদিকে আব্দুর রউফের ছোট ভাই আব্দুল লতিফ টাকা নেওয়ার বিষয়ে প্রতিবাদ করেও কোন লাভ হয়নি। 

আসাদুল্লাহ নামের এক চালক জানান, তার কাছ থেকে আষাঢ়িয়ার চর এলাকায় আব্দুর রউফের কর্মী পরিচয়ে ২শ টাকা দাবি করেন। ফ্রেশ কোম্পানিতে বালু দিতে হলে এ টাকা দিতে হবে বলে জানান। এক পর্যায়ে টাকা দিতে না চাইলে তাকে মারধর করতে তেড়ে যান জহিরুল ইসলাম জহির ও ইয়ানবি। 

সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ বলেন, বালু ভরাট কাজ শেষ হয়েছে। মহাসড়কের পাশে জমি ভরাট করার ফলে সেখানে যানজটের সৃষ্টি হয়। ট্রাকগুলো পাহাড়া দেওয়া ও সিরিয়াল করার কারনে এ টাকা নিচ্ছেন। 

চাঁদা উত্তোলনের বিষয়ে ইয়ানবির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন তারা কোন চাঁদা নেননি। 

সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মো. রাশেদুল হাসান খাঁন বলেন, চাঁদাবাজির ঘটনায় থানায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।