ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৬ হাজার ৫শ পিস ইয়াবা ও ৫শ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শুক্রবার (৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে একথা জানায় র্যাব-১১।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের মৃত আনোয়ার আলীর ছেলে মোঃ নিঘুম (৩০) ও মোঃ ইমন (২৮)। এর আগে ভোরে ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকা থেকে আাসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

