রোববার, ১১ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:২৯, ১০ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কদমরসুল এলাকায় আকিজ কোম্পানির সিমেন্ট কারখানাটিতে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের নাম পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। তবে আহতদের সকলেই আশংকামুক্ত বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ।

তিনি জানান, সন্ধ্যা আনুমানিক পৌনে ছয়টার দিকে কারখানাটির বয়লার কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কারখানা ভবনের কয়েকটি কক্ষের কাঁচের প্রাচীরও ভেঙে যায়। এ ঘটনায় বয়লার কক্ষে কর্মরত আটজন শ্রমিকের শরীরের কিছু অংশ পুড়ে যায়।