সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

|

মাঘ ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:০০, ১৯ জানুয়ারি ২০২৬

ফতুল্লায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। 

সোমবার (১৯ জানুয়ারি) শহরের তোলারাম কলেজ রোড ডাকবাংলো এলাকায় পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনার সময় মোঃ রিয়াদ হোসেন (২০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। 

এসময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মান্নান জানান, গ্রেপ্তারকৃত রিয়াদ ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মধ্যপাড়া এলাকার বাসিন্দা সুলতান হোসেন ও সুফিয়া বেগমের ছেলে। সে বর্তমানে নারায়ণগঞ্জ সদর থানার আরডিএফ ক্লিনিকের দ্বিতীয় তলার একটি ভাড়াবাড়িতে বসবাস করছিল।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে একই দিন বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।