ফাইল ছবি
বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে ২ নারীসহ ৭ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর কবরস্থান রোড এলাকার রাকিব প্রধানের স্ত্রী বন্দর থানার দায়েরকৃত ২১(৮)২৪ নং নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রিমা (২৪) বন্দর থানার ২নং মাধবপাশা এলাকার খোকন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী পারভেজ হাসান (৩২) নবীগঞ্জ বাগবাড়ী এলাকার শাহআলী মিয়ার স্ত্রী সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জোস্না বেগম (৩৮) একই এলাকার মৃত খোরশেদ মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রফিকুল (৪২) দড়ি সোনাকান্দা এলাকার গোলাপ মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রিফাত (২৩) বন্দর শাহীমসজিদ এলাকার সানোয়ার হোসেন মিয়ার ছেলে ফতুল্লা থানার ৪৩(১)২০ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জীবন (৪৫)ও চাপাতলী এলাকার মৃত আশেক আলী মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শাখাওয়াত হোসেন (৩০)। ধৃতদের মঙ্গলবার (২০ জানুয়ারী) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত সোমবার (১৯ জানুয়ারী) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

