বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬

|

মাঘ ৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সরকারি রাস্তা কেটে ভবন নির্মাণ, ভ্রাম্যমাণ আদালতের অ‌ভিযা‌নে বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৫৩, ২২ জানুয়ারি ২০২৬

সরকারি রাস্তা কেটে ভবন নির্মাণ, ভ্রাম্যমাণ আদালতের অ‌ভিযা‌নে বন্ধ

ফাইল ছবি

আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার টোকসাদী এলাকায় সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত রাস্তা কেটে অবৈধভাবে ভবন নির্মাণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৫টার দিকে টি আর প্রকল্পের আওতায় নির্মিত রাস্তায় পিলার নির্মাণের জন্য গর্ত করা হয়।

খবর পেয়ে সহকারী কমিশনার ভূমি মোস্তাফিজুর রহমান ইমনের  নেতৃত্বে  ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। 

অভিযানের সময় রাস্তা কেটে করা গর্তগুলো বালি ও মাটি দিয়ে ভরাট করা হয়। তবে অভিযুক্ত ব্যক্তি মোকররমকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ সময় নির্মাণাধীন ভবনের তিনটি পিলার থেকে রড কেটে অভিযুক্তের স্ত্রী আছমা আক্তারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। অভিযানের সময় স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

প্রশাসন জানায়, অভিযুক্ত মোকররম এর আগেও একই ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তখনও ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কাজ বন্ধ করে দেয়। সরকারি অবকাঠামো রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।