ফাইল ছবি
বন্দরে অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে এক নারী ও গেস্ট হাউজের ২ কর্মচারিসহ ৬ জনকে আটক করেছে বন্দরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী একটি চৌকস টিম। আটককৃতরা হলো বন্দর থানার মদনপুর গেস্ট হাউজ এর কর্মচারি ইউনুস মোল্লার ছেলে আসিব মোল্লা (২১) একই প্রতিষ্ঠানের অপর কর্মচারি জাকির হোসেন মিয়ার ছেলে রাকিব (২০) সোনারগাঁ থানার নানাকি পঞ্চমিঘাট এলাকার মতিউর রহমানের মেয়ে মিম আক্তার (২৫) একই থানার কাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ী এলাকার রবিন শেখের ছেলে মামুদ রানা (৩৪) একই এলাকার মৃত নাসির উদ্দিন মিয়ার ছেলে সবুজ (৩২) ও একই থানার বটেরকান্দী এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে কাইয়ুম (২২)। আটককৃতদের রাতে বন্দর থানা পুলিশে সোর্পদ করা হয়। পরে পুলিশ আটককৃতদের বৃহস্পতিবার (২২ জানুয়ারী) দুপুরে ২৯০ ধারায় আদালতে প্রেরণ করেছে। এর আগে গত বুধবার (২১ জানুয়ারী) রাতে সাড়ে ১২টায় বন্দর উপজেলার মদনপুর গেস্ট হাউজে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।
এলাকাবাসী জানিয়েছে, মদনপুর গেস্টহাউজে দীর্ঘ দিন ধরে অসামাজিক কার্যকলাপ ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনেই স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ বহিরাগত পতিতাদের আনাগোনা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে।
থানা সূত্রে জানা গেছে, বন্দরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলা মদনপুর গেস্টহাউজে অভিযান চালায়। অভিযান চলাকালে গেস্টহাউজে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে এক নারী ও উল্লেখিত গেস্টহাউজের ২ কর্মচারিসহ ৬ জনকে আটক করে বন্দর থানায় সোর্পদ করে।

