সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:২৭, ২২ অক্টোবর ২০২১

নারায়ণগঞ্জে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন ঢাকা-চিটাগাং মহাসড়কের ক্যাপিটাল স্কুল এন্ড কলের এর সামনে থেকে ফেন্সিডিল সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ৩৯৩ বোতল ফেন্সিডিল ও ১টি গাড়ি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হল মোঃ রুবেল (৩৩), মোঃ ইউনুস মোল্লা (২৬), তপন দাস (২৪), মোঃ মাসুদ রানা (২৪)।

কুমিল্লা হতে একটি মাদকের চালান আসার খবর পাওয়ার পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চেকিং শুরু করে র‌্যাব-১১। দীর্ঘক্ষণ চেকিং এর এক পর্যায়ে একটি সাদা রঙের (ঢাকা মেট্রো-গ ১৪-০৫২২) প্রাইভেটকার এর চালক ও ২য় আসনধারীকে গাড়িতে কি বহন করা হচ্ছে জানতে চাইল তাদের আচরণ ও অসংলগ্ন কথাবার্তায় সন্দেহের উদ্রেগ হয়। গাড়ির ব্যাকডালা খুলতে অস্বীকৃতি জানালে সন্দেহ আরো ঘনিভূত হয়। একসময় বাধ্য হয়েই ব্যাকডালা খুললে মুখ বাধা দুটি বস্তা দেখতে পাওয়া যায়। বস্তায় কি আছে জিজ্ঞাসা করলে জানায় তারা কবিরাজি তেলের ব্যবসা করে। বস্তার কাচের বোতলগুলো মূলত সে উদ্দেশ্যেই স্বল্পমূলে ক্রয় করে নিয়ে যাচ্ছে। পরে বস্তার মুখ খোলা হলে এতে ফেন্সিডিল পাওয়া যায়। 

বিস্তারিত জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। 

আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে তাদের সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।