বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

চাকরির প্রলোভন দেখিয়ে যুবতীকে গনধর্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪৯, ৪ ডিসেম্বর ২০২৫

চাকরির প্রলোভন দেখিয়ে যুবতীকে গনধর্ষণ

প্রতীকী ছবি

বন্দরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্যাস্ট  হাউজে আটকে রেখে এক যুবতীকে গনধর্ষণের ঘটনায়  ৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত মঙ্গলবার (২ ডিসেম্বর) বন্দর উপজেলা  মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি গ্যাস্ট হাউজে এ গনধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষীতা যুবতী বাদী হয়ে লম্পট ধর্ষক ডালিম(৩৭), মারুফ(৩৫) ও উজ্জল(৪৮) কে আসামী করে  বন্দর থানায় এ  মামলা দায়ের করেন। যার মামলা নং- ৬(১২)২৫। পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর)  দুপুরে ডাক্তারি পরিক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

মামলা তথ্য সূত্রে জানাগেছে,  নরসিংদী জেলার শিবপুর উপজেলার (২২) এক যুবতীর গত ২৭ নভেম্বর  চিটাগাং রোড ওবার ব্রিজের নিচে  ডালিম নামে  যুবকের সঙ্গে পরিচয় হয়। এ সুবাধে গত পহেলা ডিসেম্ভর  চাকরী দিতে পারবে বলে  মদনপুর বাসস্ট্যান্ড আসতে বলে ডালিম। পরদিন  ২ ডিসেম্ভর সকালে  বন্দর থানাধীন  মদনপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে ডালিম তাকে স্যারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি গ্যাস্ট হাউজে নিয়ে আটক করে রাখে। পরে  ডালিম সহ ৩ জন মিলে জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে যবতীর ডাক চিৎকার দিতে চাইলে ভয়ভীতি দেখায়।  পরবর্তীতে ওই যুবতী  অসুস্থ হয়ে পরলে  তার বড় বোন রিতা বেগম (৪০) হাসপাতালে ভর্তি করেন। পরে  নয়ন নামে এক নামে একজনের মাধ্যমে ধর্ষকদের নাম  ঠিকানা সংগ্রহ করে বন্দর থানায় মামলা দায়ের করেন ধর্ষীতা যুবতী।
বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি লিয়াকত আলী জানান, গনধর্ষণের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের  জন্য  অব্যহত রয়েছে।