ডাকাতি চক্রের মূলহোতা গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে বাইক ডাকাতি চক্রের মূলহোতা তৈয়বুর ও রানাকে একটি ছিনতাইকৃত বাইকসহ গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- আড়াইহাজার উপজেলার ঝাউগড়া এলাকার জাকারিয়ার ছেলে তৈয়বুর (২৩) ও বরদা এলাকার আমান উল্লাহর ছেলে রানা (২৮)। গতকাল ঢাকার হাজারীবাগ থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ জানায়, সম্প্রতি সময়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াতে আলোচিত বিষয় রাত নামলেই ভয়ংকর হয়ে উঠছে রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফিটের রাস্তা। ব্যস্ত রাজধানী ঢাকার মানুষ জন কিছুটা স্বস্তির নিশ্বাস নিতে বাইক নিয়ে ছুটে যান ৩০০ ফিটের রাস্তায় ঘুরতে। এই সুযোগে ৩০০ ফিটের রাস্তায় গড়ে উঠেছে এক ভয়ংকর ছিনতাই ও বাইক ডাকাত চক্র। ডাকাত দল তৈয়বুর-রানা গ্রুপ তাদেরই একটি। তাছাড়া সম্প্রতি সময়ে আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে এবং গুলিবর্ষণ করে বেশ কয়েকটি মোটরসাইকেল ডাকাতির ঘটনা ঘটে। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় ৩০০ ফিটে সিনেমাটিক স্টাইলে ব্লগার জিসানের বাইক ডাকাতির ঘটনাও ভাইরাল হয়। জানা যায় সংঘবদ্ধ ডাকাত দল তৈয়বুর-রানা গ্রুপ সকল বাইক ডাকাতির সাথে জড়িত।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

