রোববার, ১০ ডিসেম্বর ২০২৩

|

অগ্রাহায়ণ ২৫ ১৪৩০

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কাঁচপুর সেতুতে ছুরিকাঘাতে একজনকে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫০, ৩ অক্টোবর ২০২৩

কাঁচপুর সেতুতে ছুরিকাঘাতে একজনকে হত্যা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতুতে মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে কাঁচপুর সেতু এলাকায় এ ঘটনা ঘটলে খবর পেয়ে হাইওয়ে পুলিশ, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করে। 

তাতক্ষনিকভাবে নিহতের নাম পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তার পকেটে ২ হাজার ২৫০ টাকা ও একটি মোবাইল ফোন পাওয়া গেছে।

নিহত যুবকের বয়স আনুমানিক ৪৫ হবে। তার পরিচয় শনাক্তে তথ্য প্রযুক্তির মাধ্যমে পিবিআই কাজ করছে। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, কাঁচপুর সেতুর উপর দুই অজ্ঞাত ব্যক্তি এক মোটরসাইকেলযোগে এসে ওই ব্যক্তির বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে রক্তাক্ত অবস্থায় তাকে মদনপুরের আল বারাকা হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহটি ওই হাসপাতাল রয়েছে। 

তিনি জানান, নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। তবে কেনো তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা এখন বলা সম্ভব হচ্ছে না।তদন্তের পর বিস্তারিত বলা সম্ভব হবে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।