বুধবার, ০৯ জুলাই ২০২৫

|

আষাঢ় ২৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

এসব পরোয়ানা দিয়ে আর গদি রক্ষা হবেনা : সজীব

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:২২, ১ নভেম্বর ২০২২

এসব পরোয়ানা দিয়ে আর গদি রক্ষা হবেনা : সজীব

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব বলেছেন, এসব মিথ্যা মামলায় পরোয়ানা দিয়ে যদি মনে করে থাকেন এবার এই অবৈধ গদি রক্ষা করতে পারবেন তাহলে বোকার স্বর্গে বাস করছেন আপনারা। গদি আর রক্ষা হবেনা। মানুষের জীবনকে অতিষ্ঠ করে ফেলেছেন, ভোটের অধিকার কেড়ে নিয়েছেন, ভাতের অধিকার কেড়ে নিতে আগেই বলছেন দুর্ভিক্ষ হবে। এখন যখন দেখছেন দেশের মানুষ আপনাকে টেনে নামাতে রাজপথে নেমে এসেছে তখনি এসব পরোয়ানা দিয়ে ভাবছেন বেঁচে যাবেন। এদেশের ছাত্রজনতা জেগে উঠেছে আর পালাবার পথ পাবেন না। এখনো সময় আছে মানুষের ভাষা বুঝে এসব মামলা প্রত্যাহার করে দেশবাসীর কাছে আপনারা ক্ষমা চান।

মঙ্গলবার (১ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এক বিবৃতিতে এসব কথা বলেন সজীব।

এসময় দ্রুত এসব মিথ্যা মামলা প্রত্যাহার করে জনগনের দাবি মেনে নিয়ে নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করেন তিনি।