
সম্মেলন
নারায়ণগঞ্জ মহানগরের ১৫নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক প্রতীক ঘোষাল পলের নেতৃত্বে বিশাল মিছিলটি বের করে। মিছিলটি মহানগরের ১৪ ও ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সম্মেলনে যোগ দেয়। এ সময় তাদেরকে স্বাগত জানান মহানগরের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহা সহ নেতৃবৃন্দরা।
শুক্রবার (২৭ জানুয়ারী) ১৪নং ওয়ার্ডে বোয়ালিয়া খালে দুইটি ওয়ার্ডের সম্মেলনে যোগ দিতে টানবাজার থেকে মিছিল বের হয়। মিছিলে উপস্থিত ছিলেন, মহানগরের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ ও শ্রমিক নেতা আনোয়ার হোসেন আনু সহ নেতৃবৃন্দরা।
বিশাল মিছিল শেষে আব্দুর রহিম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া আওয়ামীলীগের কর্ণধার শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই। সকল নেতৃবৃন্দদের নিয়ে আগামী দিনে ওয়ার্ড কমিটি গঠন করবো।