
ফাইল ছবি
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মর্গ্যান গালর্স স্কুল এন্ড কলেজের গভনিংবডি দাতা সদস্য এস এম আহসান হাবিব বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মরে নাই। তিনি দেশের প্রতিটি মানুষের অন্তরে রয়েছে। আমরা মুখে শুধু নয়, বুকেও থাকুক বঙ্গবন্ধু শেখ মুজিব।
আমরা বড় অভাগা জাতি এমন বিশ্বনেতাকে স্বাধীনতার মাত্র চার বছরের মাথায় সপরিবারে হত্যা করা হয়েছিল এই দেশেই। যে পাকিস্তানিরাও সাহস করেনি তাকে হত্যা করতে স্বাধীন দেশে সেই বঙ্গবন্ধুকেই হত্যা করা হয়েছিল। কলঙ্ক তো এখানেই শেষ নয়! সভ্য দুনিয়ার যে কোনো খুনের বিচার হয়। আর বাংলাদেশে সেই খুনিদের পুরস্কৃত করা হয়েছে। বঙ্গবন্ধুর ১২ খুনিকে কয়েকটি দেশের দূতাবাসে চাকরি দেওয়া হয়।
প্রশ্ন উঠতে পারে বঙ্গবন্ধুর আদর্শ কী? আমি তো বলবো বঙ্গবন্ধুর আদর্শ মানে তার দেশ্রপ্রেম, তার অপোসহীনতা, তার সততা, সবসময় মানুষের কথা ভাবা, মানুষের জন্য অসীম ভালোবাসা।
১৭ মার্চ বেলা ১১টায় মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের আনোয়ার হোসেন মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ জন্মবার্ষিকী উপলক্ষে মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।
মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ গভর্নিংবডি চেয়ারম্যান আনোয়ার হোসেন। মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের গভনিংবডি অভিভাবক সদস্য মোশাররফ হোসেন জনি, মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক লায়লা আক্তার।