রোববার, ০৪ জুন ২০২৩

|

জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আইভিকে অয়ন ওসমানের অনুরোধ! 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৩১, ২০ মার্চ ২০২৩

আইভিকে অয়ন ওসমানের অনুরোধ! 

ফাইল ছবি

তরুণ যুবকদের চামচা সম্বোধন করে দেয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভির বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পুত্র অয়ন ওসমান।

সোমবার (২০ মার্চ) এক ফেসবুক স্ট্যাটাসে একথা জানান তিনি। 

ফেসবুকে অয়ন বলেন, নারায়ণগঞ্জ এর ১৫ থেকে ২০ হাজার তরুন যুবকদের চামচা ডেকে অসম্মান করার অধিকার আপনার নাই। যারা রাজনীতি করে, তারা মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবেসে রাজনীতি করে, তারা প্রধানমন্ত্রী বলতে অজ্ঞান। আপনার মত কোটি কোটি টাকার স্বার্থে প্রধানমন্ত্রীর রাজনীতি করে না। শহরের জন্য করে, প্রধানমন্ত্রীকে ভালোবেসে করে, বঙ্গবন্ধুর চেতনায় করে, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে করে। আপনার মত বামপন্থীদের নিয়ে, জামাত বিএনপিদের নিয়ে রাজনীতি করে না। 

তিনি আরও বলেন, ফুপু আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনার যে ধৈর্যের বাধটা আছে সেটা আপনি ভেঙে ফেলেন এবং ঐটা মেরামত করতে যাদেরকে আপনি চামচা ডাকছেন, তারা এটা মেরামত করতে যখন যাবে তারা চামচা নাকি যোদ্ধা তখনই আপনি টের পাবেন।