শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ২২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

এমন খড়কুটো অনেক ভেসে গেছে, তৈমূর ইস্যুতে ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:২০, ১৮ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ২৩:৪৯, ১৮ সেপ্টেম্বর ২০২৩

এমন খড়কুটো অনেক ভেসে গেছে, তৈমূর ইস্যুতে ফখরুল

ফাইল ছবি

নারায়ণগঞ্জ বিএনপির বহিস্কৃত নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের তৃণমূল বিএনপিতে যোগ দেওয়ার বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল। এ দলে এমন খড়কুটো অনেক এসেছে আবার চলেও গেছে। এতে বিএনপির কিছু যায়-আসে না।  

সোমবার (১৮ সেপ্টেম্বর) সাবেক ও বহিষ্কৃত নেতাদের তৃণমূল বিএনপিতে যোগদান ইস্যুতে একথা বলেন তিনি।

ফখরুল বলেন, তৈমুর আলম খন্দকার ও শমসের মবিন চৌধুরী বিএনপির সদস্য নন। তারা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে পারেন। তারা আরেকটি দল করতেই পারেন।