রোববার, ১০ ডিসেম্বর ২০২৩

|

অগ্রাহায়ণ ২৫ ১৪৩০

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নির্বাচনী মাঠে শামীম বাবু!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:১৩, ১৮ নভেম্বর ২০২৩

আপডেট: ১৬:৪৯, ১৮ নভেম্বর ২০২৩

নির্বাচনী মাঠে শামীম বাবু!

ফাইল ছবি

নারায়ণগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিয়মিত মাঠে আছেন ফতুল্লা সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও আড়াইহাজারের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। 

নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে নানা কর্মসূচীকে কেন্দ্র করে মাঠ চষে বেড়াচ্ছেন দুই প্রার্থী। এই দুই আসনে দুজন প্রার্থী ব্যাতিত এখন পর্যন্ত আর কোন প্রার্থী বা কাউকে মাঠে দেখা যায়নি। মনোনয়ন জন্য কিংবা নির্বাচনে অংশগ্রহণ করতে অন্য কেউ আওয়ামীলীগ বা জাতীয় পার্টি থেকে এই দুই আসনে ইচ্ছা প্রকাশও করেননি কেউ। সেদিক থেকে ইতোমধ্যে জয়ের পথে থাকলেও মাঠ ছেড়ে দেননি দুজন।

জানা যায়, সম্প্রতি নিয়মিত দুজন তাদের নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে কর্মীসভা, মতবিনিময় সভার আদলে নির্বাচনী কাজ এগিয়ে রেখেছেন। বিরোধী দলের যেকোন কর্মসূচী প্রতিরোধে নিজ অনুগত নেতাকর্মীদের মাঠে নামিয়ে সেদিকেও সক্রিয় দুজন। সব মিলিয়ে নির্বাচনী মাঠ বেশ ভালো দখলে দুজনে বলা যায়।

সিইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।  

আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।