শনিবার, ০৯ নভেম্বর ২০২৪

|

কার্তিক ২৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হেফাজতের জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছে না.গঞ্জের মাটি ও মানুষ : মামুনুল হক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:০২, ৪ অক্টোবর ২০২৪

আপডেট: ১৪:১৮, ৫ অক্টোবর ২০২৪

হেফাজতের জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছে না.গঞ্জের মাটি ও মানুষ : মামুনুল হক

ফাইল ছবি

হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, হেফাজতের জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছে নারায়ণগঞ্জের মাটি ও মানুষ। হেফাজতে ইসলামের একটি ঘাটি এই নারায়ণগঞ্জ। সেই হিসেবে একটি নেতৃত্ব দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছে। আমরা চেষ্টা করবো যারা নতুন দায়িত্বপ্রাপ্ত হবেন এবং যারা আগের দায়িত্বে ছিলেন সবাই ব্যাক্তিগত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে ইসলামের চাওয়া পাওয়াকে অগ্রাধিকার দেব।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে শহরের মিশনপাড়ায় কমিটি ঘোষণার পূর্বে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের কমিটি সারা দেশের ধারাবাহিকতায় হওয়ার কথা ছিল। তবে একটা গাছে অনেক ডাল থাকে। বাতাস বইলে ডালগুলো মাঝে মাঝে বাড়ি লাগে। একসাথে চলতে গিয়ে অনেক সময় মতের অমিল হয়। সবগুলো মতকে একসাথে এনে কমিটি গঠনের জন্যেই আমরা স্বাভাবিক সময়ের চেয়ে একটু বেশি সময় নিয়েছি।

তিনি বলেন, নারায়ণগঞ্জ অত্যান্ত উর্বর একটি জায়গা। বিশেষ করে আন্দোলন সংগ্রামের জন্য। ঢাকার প্রবেশ পথ হওয়ায় এই জায়গার গুরুত্ব বেশি। ২০১৩ সালে হেফাজতে ইসলামের ৫ ও ৬ মে এর সংগ্রামে কোন একটি জেলার নাম সুনির্দিষ্ট করে বলতে গেলে সে জেলার নাম হবে নারায়ণগঞ্জ জেলা।