
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাতেহ মোঃ রেজা রিপন
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাতেহ মোঃ রেজা রিপন বলেছেন, আমি তারেক রহমানের মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবী জানাচ্ছি। এ মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।
সোমবার (২৮ অক্টোবর) শহরের মিশনপাড়া এলাকা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। বিএনপি আবারও পাওয়ারে আসবে। বিএনপির বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে তাহলে এর পরিনাম ভাল হবে না।