রোববার, ২২ জুন ২০২৫

|

আষাঢ় ৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জেলে নেয়ার সময় খালেদা জিয়ার গাড়ি বহরে ছিলেন রিফাত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:০৩, ২৯ অক্টোবর ২০২৪

জেলে নেয়ার সময় খালেদা জিয়ার গাড়ি বহরে ছিলেন রিফাত

ফাইল ছবি

২০১৮ সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে নেয়ার সময় গাড়ি বহরে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সদস্য সচিব মোহাম্মদ কায়সার রিফাত। সেদিনের বেশ কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায় ঘোষণার দিন ছিল। এর আরও আগে থেকেই বিএনপি নেতাকর্মীদের মাঝে গুঞ্জন ছিল খালেদা জিয়াকে জেলে নেয়া হতে পারে। এমন আশংকা থেকেই নারায়ণগঞ্জ থেকে নেতাকর্মীদের নিয়ে ঢাকার উদ্দ্যেশ্যে রওয়ানা হন রিফাত।

সেদিন সমগ্র ঢাকা জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা সর্বোচ্চ সতর্কতায় ছিল। এছাড়াও ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সরকারের ওপর মহল থেকে নির্দেশনা ছিল বিএনপি নেতাকর্মীরা যেন মাঠে নামতে না পারে।

এদিকে ঢাকাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থানের কারণে ছোট ছোট গ্রুপে বিভিন্ন হয়ে খালেদা জিয়ার গাড়ী বহরের রুট ধরে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন রিফাত। পরবর্তীতে গাড়ী বহর সামনে চলে এলে নেতাকর্মীদের নিয়ে মিছিলে যোগদান করেন তারা।