রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

|

মাঘ ২৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মিথ্যা মামলার প্রতিবাদে চনপাড়ায় বিএনপি নেতাকর্মীদের মিছিল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৬, ২৭ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৫:৩১, ২৭ জানুয়ারি ২০২৫

মিথ্যা মামলার প্রতিবাদে চনপাড়ায় বিএনপি নেতাকর্মীদের মিছিল

মিছিল

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া এলাকায় নেতাকর্মীদের জড়িয়ে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ। 

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার ৮ নং ওয়ার্ড থেকে শুরু করে প্রতিটি এলাকায় এ মিছিল প্রদক্ষিন করে। মিছিল থেকে মিথ্যা মামলা দায়েরকারীদের বিরুদ্ধে হুশিয়ারি প্রদান করা হয় এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের আল্টিমেটাম দেয়া হয়। 

মিছিল থেকে স্লোগানে স্লোগানে নেতাকর্মীরা, মামলা হামলা করে কোন আওয়ামীলীগের দোসর ও দালালদের পুনর্বাসন করার চেষ্টা করা হলেও তা প্রতিহত করার ঘোষণা দেন। যেকোন মূল্যে ফ্যাসিস্টদের ও তাদের দোসরদের রূপগঞ্জ থেকে বিতাড়িত করার ঘোষণাও দেন মিছিলকারীরা।

মিছিলে উপস্থিত ছিলেন চনপাড়া ইউনিয়ন যুবদল সভাপতি মনির দেওয়ান, সাধারণ সম্পাদক মানিক ঢালি, সিনিয়র যুগ্ম সম্পাদক আইয়ুব আলী, স্বেচ্ছাসেবক দলনেতা রফিক, জাকির, করিম, রাব্বানী, ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক নাঈম, সিনিয়র যুগ্ম সম্পাদক রানা, শ্রমিক দল সভাপতি সিদ্দিক, সাধারণ সম্পাদক রুবেল, জাসাস সভাপতি রাসেল, সাধারণ সম্পাদক পারভেজ, তাতী দল সভাপতি কুদ্দুস, সাধারণ সম্পাদক শাজাহান সহ বিপুল সংখ্যক ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ।