রোববার, ১৬ মার্চ ২০২৫

|

চৈত্র ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় ডেকে এনে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩:৫৬, ৭ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ০৩:৫৭, ৭ ফেব্রুয়ারি ২০২৫

ফতুল্লায় ডেকে এনে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা

স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ মামুন হোসাইন

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ মামুন হোসাইনকে। 

শুক্রবার (৭ জানুয়ারি) ভোরে ফতুল্লা রেললাইন এলাকায় অজ্ঞাত দুর্বিত্তরা তাকে গুলি করলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন হোসাইন ফতুল্লার পূর্ব লালপুর রেললাইন এলাকার মৃত সমন আরী বেপারীর ছেলে।

প্রত্যক্ষদর্শী নিহতের প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২ টায় বালু, ইট, বালু সিমেন্ট লোড আনলোড করে বাসায় যান মামুন। পরবর্তীতে ভোর ৪ টায় আবার আসেন তিনি। দোকানের সামনেই দাঁড়ান এসে। এসময়ে বেশ কয়েকটি গুলির শব্দ হয়। শব্দ পেয়ে সবাই দৌড়ে গিয়ে দেখি মামুন মাটিতে পড়ে আছে। একই সময় দুজন যুবককে (২৬-২৮) দৌড়ে পালিয়ে যায়। 

পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল মিয়া জানান, নিহত মামুন হোসাইন ইট, বালু, সিমেন্ট ব্যবসা করেন। নিয়মিত রাতে লোড আনলোড করার সময় তিনি উপস্থিত থাকেন। শুক্রবার ভোর সাড়ে ৪টায় তাকে ফোন করে ডেকে আনা হয়, ওই সময় তাকে গুলি করা হয়। তার ডান চোখে অস্ত্র ঠেকিয়া গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।