মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

|

ভাদ্র ৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মানুষের কল্যানে কাজ করতে হবে : মঈনুদ্দিন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫০, ২৩ আগস্ট ২০২৫

মানুষের কল্যানে কাজ করতে হবে : মঈনুদ্দিন 

নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ

আমাদের দেশে বহু ইঞ্জিনিয়ার, ডাক্তার ও ম্যাজিস্ট্রেট দেখেছি যারা একমাত্র আল্লাহর ভয় ও নৈতিক শিক্ষা না থাকায় ইঞ্জিনিয়ার রডের বদলে 'বাঁশ„ এবং ডাক্তার প্রশাসকদের আমলনামা আপনারা সবাই জানেন। আপনারা দেখেছেন একজন স্মার্ট পুলিশের আইজিপি ছিলেন নাম তার বেনঞ্জির আহমেদ।  তিনি যে কত হাজার হাজার সম্পত্তির মালিক তা ইতিমধ্যে আপনারা টেলিভিশন ও পত্রিকার মাধ্যেমে দেখেছেন। তাই শুধু শিক্ষা নয়।  আমাদের প্রত্যেকেই নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের কল্যানে কাজ করতে হবে। 

২৩ আগস্ট শনিবার সকালে ফতুল্লা কায়েমপুর এলাকায় শহীদ তিতুমীর একাডেমী নারায়ণগঞ্জ এর পুরুষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সদর-বন্দর উন্নায়ন ফোরামের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ এসব কথা বলেন। 

তিনি আরো বলেন আমরা সরকারের কাছে আবেদন জানাবো এধরনের অবৈধ সম্পদ গুলো সরকারের মাধ্যেমে গরীব অসহায় ভূমিহীনদের মাঝে বণ্টন করে দেওয়া হউক। 

উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ উন্নায়ন ফোরামের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেন আমাদের দেশে যেন আর কেউ শিক্ষিত বেকার না থাকে। তাই আমাদের প্রত্যেকেই একাডেমীক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা অর্জন করতে করতে হবে। এসময় তিনি আরো বলেন দেশের মানুষ আর কোন জুলুমবাজদের ক্ষমতায় দেখতে চায়না। দেশের মানুষ এখন ইসলামীক ঐক্যের মাধ্যেমে শান্তুি চায়। 

এসময় উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো শফিউদ্দিন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য এড. মো জাহাঙ্গীর দেওয়ান, ও আইনজীবী রাসেল প্রধান,ফতুল্লা ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মেম্বর নাজনীন আক্তার, সরকারী আইটি স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো আলমগীর কবির সহ স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা।