বুধবার, ২৭ আগস্ট ২০২৫

|

ভাদ্র ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দেশ ও জাতীর কল্যাণে কাজ করেছে জামায়াত : মঈনুদ্দিন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:২১, ২৪ আগস্ট ২০২৫

দেশ ও জাতীর কল্যাণে কাজ করেছে জামায়াত : মঈনুদ্দিন 

সুধী সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ পূব থানা শাখার উদ্যোগে গতকাল ২৩ আগস্ট শনিবার হীরা ড্রাগন কমিনিউটি সেন্টারে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

এতে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ। তিনি তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণমুখী রাজনৈতিক দল। দেশ ও জনগণের কল্যাণে এই দল কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের সমাধানে জামায়াত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরো বলেন দেশ ও মানুষের কল্যাণে জামায়াত ইসলামী সব সময় আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার এসময়  তিনি তার বক্তব্যে বলেন, একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণ রাষ্ট্র গঠনে জামায়াত বদ্ধপরিকর। তিনি সমাজের সর্বস্তরের মানুষকে জামায়াতের এই সংগ্রামে পাশে থাকার আহ্বান জানান।

সুধী সমাবেশে নারায়ণগঞ্জ পূব থানা জামায়াতের আমীর  মাওলানা হাবিবুর রহমান মল্লিকের সভাপতিত্বে ও নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামীক এডুকেশন সোসাইটির পরিচালক ও নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, সহ অনেকে। তারা দেশ ও জাতির উন্নয়নে জামায়াতের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।