বুধবার, ২৭ আগস্ট ২০২৫

|

ভাদ্র ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

এসএসসি/দাখিল শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:২৬, ২৩ আগস্ট ২০২৫

এসএসসি/দাখিল শিক্ষার্থীদের সংবর্ধনা

শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

নারায়নগঞ্জে এসএসসি/দাখিল পরিক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৩ আগস্ট) বেলা ১১টায় আলী আহাম্মদ চুনকা পাঠাগারে প্যারাগন একাডেমির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্যারাগন একাডেমি পরিচালক নিলয় হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়রাম্যান সেলিম প্রধান। 

এসময় তিনি বলেন, একসময় আমিও তোমাদের মত ছাত্র ছিলাম। অনেক স্বপ্ন আর আশা ছিলো মনে। তোমাদেরকে দেখে আজকে আমার সেই দিনের কথাগুলে মনে পড়ছে। তোমরা পড়ালেখা করে মানুষের মত মানুষ হও, সৎ ও নিষ্ঠাবান হিসেবে নিজেকে গড়ে তোল। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হও। একটা জিনিস মনে রাখতে হবে তোমাদের বাবা মায়ের অনেক স্বপ্ন তোমাদের নিয়ে। যদি তোমরা দেশের বাইরে গিয়ে স্কলারশিপ নিয়ে পড়ালেখা করতে চাও আমি তোমাদের সহযোগিতা করবো। তোমাদের যেকোন প্রয়োজনে আমাকে ডাকবে আমি সবসময় তোমাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি। সর্বোপরি আমি তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। 

অনুষ্ঠানে ১৪০০ শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট ও তিনজন শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামল, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মাসুম, নারায়ণগঞ্জ মেইলের নির্বাহী সম্পাদক রাশেদুল ইসলাম প্রমুখ।