বুধবার, ২৭ আগস্ট ২০২৫

|

ভাদ্র ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫২, ২৪ আগস্ট ২০২৫

রূপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেপ্তার 

ফাইল ছবি

নারায়ণগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন আসামিকে রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১।

রোববার (২৪ আগষ্ট) র‍্যাব ১১ এর কোম্পানি কমান্ডার এএসপি মোঃ আল মাসুদ খান এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- গাজীপুর সদর থানার নুরুল ইসলামের ছেলে মোঃ আহসান উল্লাহ (২৮), গাজীপুর জেলার গাছা থানার মোঃ আব্দুল বারেকের ছেলে মোঃ আব্দুল সেলিম (৪৫) ও একই জেলার পূর্বপাড়া থানার মৃত শাহজাহান মিয়ার ছেলে মোঃ মোবারক হোসেন (৩৮)।

এর আগে গতকাল গাজীপুরে পৃথক তিন অভিযানে আসামিদের গ্রেপ্তার করে র‍্যাব ১১।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। 

এর আগে ২০২০ সালে রূপগঞ্জের চনপাড়া এলাকা থেকে ৩৮ হাজার ৪০০ পিস ইয়াবাসহ আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে এ মামলায় বিচার শেষে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয় আদালত।