
মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু
রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে ও বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে উঠান বৈঠক হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে তারাব পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়কের শরীফ মেলামাইন কারখানার সামনে এ বৈঠক জনসভায় রূপ নেয়।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, রূপগঞ্জকে সবাই শোষণ করে গেছে। আপন করে নেয়নি।
রূপগঞ্জের জন্য কেউ কিছু করেনি। কিছু বহিরাগত লোক এসে লুট করেছে। তাদের পকেট ভারী করে গেছে। রূপগঞ্জে এত শিল্পকারখানা অথচ আমার রূপগঞ্জের মানুষের চাকরি হয় না।
আমি যদি কিছু হতে পারি তাহলে রূপগঞ্জের তরুণ ও বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করে দেব।
তিনি বলেন, রূপগঞ্জে গ্যাস ছিল। আপনারা গ্যাসের জন্য টাকা দিয়েছিলেন। বিল দিয়েছেন।
এসব বিল আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা নিয়ে গিয়ে অবৈধ করে গেছে। আমি কথা দিলাম আমার দল বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এ গ্যাস বৈধ করার ব্যবস্থা করে দেব।
তিনি আরো বলেন, তারাব পৌরসভায় যে পরিমাণ বরাদ্দ এসেছে, সে হিসাবে কোনো কাজই হয়নি। কাজ করলে এটা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মতো আধুনিক হতো। তারাবকে মডেল পৌরসভা বানাবো।
এ সময় মহিলা দলের তানজিলা শিল্পী, আইরিন আক্তার, শাহানাজ ভূইয়া, সুলতানা সাউথ, শিল্পি বেগম, সেলিনা আক্তার, জরিনা আক্তারসহ নারী নেত্রীরা বক্তব্য রাখেন।