বুধবার, ২৭ আগস্ট ২০২৫

|

ভাদ্র ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫৮, ২৪ আগস্ট ২০২৫

আপডেট: ২৩:৫৮, ২৪ আগস্ট ২০২৫

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

রোববার (২৪ আগষ্ট) সোনারগাঁ উপজেলার পানাম সিটি সংলগ্ন নোয়াইল-দুলালপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। 

‎এসময় মোট ৩টি স্থানে অভিযান চালানো হয়। এর মধ্যে একটি অবৈধ চুনা কারখানার ৩টি ভাট্টি উচ্ছেদ করা হয়। প্রায় ৮ কিলোমিটার এলাকায় ছড়িয়ে থাকা আনুমানিক ৫ হাজার ৫০০টি আবাসিক চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া ৩ ইঞ্চি ও ২ ইঞ্চি ডায়া বিশিষ্ট মোট ২১০ ফিট এমএস গ্যাস পাইপ অপসারণ করা হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় জানান, আজ আমরা মোট তিনটি এলাকায় অভিযান চালিয়েছি। এসময় ৫ হাজার ৫০০টি চুলার সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। জ্বালানি খাতে অবৈধ ব্যবহার রোধে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে 

এসময় ‎অভিযানে পুলিশ লাইন্স, তালতলা পুলিশ তদন্ত কেন্দ্র ও সোনারগাঁও থানা পুলিশের সদস্যরা অভিযানে অংশগ্রহণ করেন।