বুধবার, ২৭ আগস্ট ২০২৫

|

ভাদ্র ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ধর্ষককে আটক করায় ছাত্রদল নেতাকে ছাদ থেকে ফেলে দিল সন্ত্রাসীরা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪৪, ২৩ আগস্ট ২০২৫

ধর্ষককে আটক করায় ছাত্রদল নেতাকে ছাদ থেকে ফেলে দিল সন্ত্রাসীরা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধর্ষণের চেষ্টাকালে এক নারীকে উদ্ধার করে মফিজ নামের এক ব্যাক্তিকে আটক করেছে ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন মামুন। এর জেরে মফিজের সমর্থকেরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছাত্রদল নেতা মামুনকে মারধর করে ছাদ থেকে ফেলে দেয়। 

শনিবার (২৩ আগষ্ট) ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ১ নং গোলি চিতাশাল এলাকায় এ ঘটনা ঘটে। 

এঘটনায় গুরুতর আহত ছাত্রদল নেতা আরাফাত হোসেন মামুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয়রা জানান, সকালে এলাকার চিহ্নিত সন্ত্রাসী মফিজ এক নারীকে ধর্ষণের চেষ্টাকালে ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন মামুন ঘটনাস্থলে গিয়ে সে মেয়েকে উদ্ধার করে। এসময় মফিজকে আটক করে রাখেন মামুন।

এদিকে মফিজকে আটক করে রাখার খবরে তার সহযোগী আসলাম, জামান, নূর ইসলাম, কালামসহ প্রায় ৭০-৮০ জন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মামুনের উপর হামলা চালায়। এসময় মারধরের এক পর্যায়ে মামুনকে ৪ তলার ছাদ থেকে ফেলে দেয় তারা। পরে স্থানীয়রা মামুনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এবিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এখনও এবিষয়ে কোন অভিযোগ পাইনি।