
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্রহ্মপুত্র নদ থেকে এক অজ্ঞাতনামা পুরুষের (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে ব্রাহ্মন্দী ইউনিয়নের মনোহরদী শীলাবাড়ি এলাকার রফিজউদ্দিনের পাওয়ার লুম মিলের পশ্চিম পাশে নদী থেকে লাশ উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, পানিতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। তবে নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
পুলিশ জানায়, লাশের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃগী রোগ বা স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হতে পারে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ নারায়ণগঞ্জ সরকারি ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, অজ্ঞাত লাশের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে এবং ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হচ্ছে। তবে লাশের শরীরে কোন রকম আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তি মৃগী রোগে আক্রান্ত ছিলেন বা স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।