বুধবার, ২৭ আগস্ট ২০২৫

|

ভাদ্র ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে লে অফের অভিযোগে আর বি গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৫৯, ২৪ আগস্ট ২০২৫

না.গঞ্জে লে অফের অভিযোগে আর বি গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ 

শ্রমিক বিক্ষোভ

নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্রমিক লে অফের প্রতিবাদে আর বি নীটওয়াস লিমিটেড গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ করেছেন। পরবর্তীতে নারায়ণগঞ্জে শ্রম আদালতে গার্মেন্টস মালিককের সাথে আলোচনা সাপেক্ষে বিক্ষোভ স্থগিত করেন শ্রমিকেরা। 

রোববার (২৪ আগষ্ট) ফতুল্লার পঞ্চবটি লোহার মার্কেট এলাকায় অবস্থিত আর বি নিটওয়ার্স লিমিটেডের সামনে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন।

এসময় কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভের এক পর্যায়ে তারা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আসেন। এসময় কারখানার মালিক আহমদুর রহমান আল-আমিন নারায়ণগঞ্জ শ্রম আদালতে শ্রমিকদের সাথে নিয়ে আলোচনা করেন। 

জানা যায়, গার্মেন্টসটিতে মোট শ্রমিক ৮৫০ জন। এর মধ্যে ৪৫০ জন নারী ৪০০ জন পুরুষ এবং ১২০ জন স্টাফ রয়েছেন। এর মধ্য থেকে এখন পর্যন্ত ৬৬ জনকে বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ করেন শ্রমিকেরা।

এসময় নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি এফ এম আবু সাঈদ জানান, বরখাস্তকৃত ৬৬ জন শ্রমিকেরা জানায়, তাদের দাবি হল মালিক তাদেরকে অন্যায়ভাবে বরখাস্ত করেছে। তাই তাদেরকে ছুটির টাকা, সার্ভিস বেনিফিট, এবং চার মাসের নোটিশ-পে দিতে হবে।

এসময় বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল মালিকের সাথে কথা বলে বিষয়টি শ্রমিকদের পরবর্তীতে জানানো হবে বলে আশ্বস্ত করলে তারা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেয়।

নারায়ণগঞ্জ জেলা শিল্প পুলিশের পরিদর্শক (এসপি) সেলিম বাদশা জানান, কারখানা কর্তৃপক্ষ বলছে ওদের কাজ দিলে ওরা কাজ করে না। কাজ না করলে ফ্যাক্টরি টার্গেট পূরণ করতে পারে না। তখন তারা টার্গেট দেয় ওয়ার্কাররাও কাজ করে না। তখন তারা বলে আমরা ফ্যাক্টরি চালাবো না। তখন তারা ৬৬ জনকে শোকজ করলে তার জবাব দেয়নি। এখন তারা চাকরিতে পুনর্বহালের দাবী করছে৷ এখন এটি ১৩ ধারায় বন্ধ আছে, অর্থাৎ নো ওয়ার্ক নো পে। এর আগেও তারা ডিসি অফিসে ও একজন ম্যাজিস্ট্রেটের সাথে বসেছে। সবার সাথে বসেও মিটিং হয়েছে কিন্তু তারা মানতে নারাজ। আজ তারা তাদের দাবী জানিয়েছে। এখন তারা বিক্ষোভ শেষে চলে গিয়েছে। পরবর্তীতে তারা তাদের কর্মসূচি জানাবে।