
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় ধর্ষণে বাধা দেওয়ায় ছাত্রদল নেতা আরাফাত হোসেন মামুনকে ছাদ থেকে ফেলে হত্যা চেষ্টার ঘটনায় অন্যতম আসামি নুর ইসলামকে (৪৮) আটক করেছে র্যাব-১১।
সোমবার (২৫ আগষ্ট) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১১ এর অপস অফিসার মোঃ গোলাম মোর্শেদ।
গ্রেপ্তারকৃত আসামি নুর ইসলাম (৪৮) ফতুল্লার পাগলা চিতাশাল এলাকার আইজ্জার ছেলে।
এর আগে বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার ঝালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে র্যাব-১১।
এর আগে গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পাগলা চিতাশাল এলাকায় ১ নম্বর গলিতে কবির মাস্টারের ভাড়া বাড়িতে ধর্ষণে বাধা দেওয়ায় হত্যার উদ্দেশ্য ছাত্রদলের সাবেক নেতা আরাফাত হোসেন মামুনকে ঐ বাড়ির চার তলার ছাদ থেকে ফেলে দেওয়া হয়। আরাফাত হোসেন মামুন জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। কবির মাস্টারের ভাড়া বাড়ির একটি ফ্ল্যাটে মফিজ (৪০) নামের এক সন্ত্রাসী তার দলবল নিয়ে এক নারীকে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি জানতে পেরে জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন মামুন ওই ফ্ল্যাটে গিয়ে মফিজকে ধর্ষণে বাধা দেয়। এ সময় মফিজ তার দলবল নিয়ে মামুনকে এলোপাথাড়ি মারধর করেন। একপর্যায়ে চার তলার ছাদে নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে নিচে ফেলে দেয়। তখন আশপাশের লোকজন মামুনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। মামুনের অবস্থা আশঙ্কাজনক। পরবর্তীতে ভিকটিম সেলিনা বেগম নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় তাকে ধর্ষণের চেষ্টা সংক্রান্তে ও মামুনকে হত্যা চেষ্টা সংক্রান্তে একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামিকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।