বুধবার, ২৭ আগস্ট ২০২৫

|

ভাদ্র ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আগামী নির্বাচনে হবে পি.আর. পদ্ধতিতে : রানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:০৫, ২৫ আগস্ট ২০২৫

আগামী নির্বাচনে হবে পি.আর. পদ্ধতিতে : রানা

তদারকি সভা

ইসলামী আন্দোলন বাংলাদেশ কাশীপুর ইউনিয়নের উদ্যোগে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষে তদারকি সভা অনুষ্ঠিত হয়।

সেক্রেটারি এম. শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখার সভাপতি জনাব শাহাদাত হোসেন রানা। 

তিনি বলেন আগামী নির্বাচন হবে পি.আর. পদ্ধতিতে। তাই প্রতিটি ইউনিট, ওয়ার্ড ও কেন্দ্রভিত্তিক সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। এই পদ্ধতিতে গণমানুষের মতামত ও প্রতিনিধিত্ব আরও সুদৃঢ় হবে ইনশাআল্লাহ।

তিনি বলেন আরো বলেন, “আগামী নির্বাচনের আগে প্রত্যেকটি ইউনিটে প্রশিক্ষণ, কর্মী বৈঠক ও দ্বারে দ্বারে প্রচারণা চালাতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে হলে আদর্শের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”

সভায় ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলগণ অংশগ্রহণ করে নিম্নলিখিত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন—

সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা

আগামী নির্বাচনকে সামনে রেখে করণীয় নির্ধারণ

তৃণমূল পর্যায়ে কর্মী সংগ্রহ ও প্রশিক্ষণের পরিকল্পনা

স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের উদ্যোগ

সভা শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আগামী এক মাসের মধ্যে প্রতিটি ওয়ার্ডে পৃথক কর্মী সভা আয়োজন করা হবে এবং কেন্দ্রভিত্তিক দায়িত্বশীলদের তদারকি আরও জোরদার করা হবে।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাশীপুর ইউনিয়নের সহ-সভাপতি- মুফতী ইমদাদুল হক, সেক্রেটারি- এম. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক- মুহা. আব্দুল জলিল, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক- মুহা. রবিউল আলম, দফতর সম্পাদক- মুহা. সিরাজুল ইসলাম, অর্থ ও প্রকাশনা সম্পাদক- মুহা. আক্তার হোসেন, প্রশিক্ষণ সম্পাদক- মাওলানা আহমাদ কবীর, সহ বিভিন্ন ওয়ার্ড শাখার নেতৃবিন্দ ৷