
ফাইল ছবি
নারায়ণগঞ্জ সদর উপজেলা ইউ এন ও এর বাসভবনের পুকুর সেচের কারনে, ফতুল্লার বীর মুক্তিযোদ্ধা মো ইব্রাহিম এর নিজ মালিকানাধীন বাড়ি ধসে পরে। এবং ঝুঁকিপূর্ণ ভাবে বসবাস করছেন তার স্ত্রী ও মেয়ে লাবনী আক্তার। খবর শুনে দেখতে ছুটে যান নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত।
২৩ আগষ্ট শনিবার দুপুরে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার ঘটনা স্থল পরিদর্শন করে বলেন আমরা দেখলাম ইউ এন ও পুকুর সংস্কার কাজ করতে গেলে বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম এর মেয়ের বাড়িসহ তিন টি বাড়িতে ফাটল এবং হেলে পড়ে এবং দেয়াল ভেঙে ফাটল ধরেছে।
পাশাপাশি ভয়াবহ ঝুঁকিতে দিন পার করছে পরিবার গুলো। প্রশাসকের কাছে আমাদের দাবি এখানে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত, দুর্ঘটনা ঘটার আগেই সঠিক ব্যবস্থা গ্রহন করবেন বলে আশাবাদী।
এসময় নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন উপজেলা প্রশাসকের বাস ভবনের পাশে মুক্তিযোদ্ধা পরিবারের এমন ঘটনা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া উচিৎ ছিলো। আমরা প্রশাসনকে অনুরোধ করবো ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা পরিবারকে আর্থিকভাবে ক্ষতিপূরণ দিয়ে তাদের পাশে থাকবেন।
এসময় নারায়ণগঞ্জ মহানগরী ও ফতুল্লা থানার শতাধিক জামায়াত নেতাকর্মী উপস্থিত ছিলেন।