বুধবার, ২৭ আগস্ট ২০২৫

|

ভাদ্র ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জিনিয়াস স্টুডেন্ট ফোরামের সংবর্ধনায় মেধাবীদের সম্মাননা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৪০, ২৫ আগস্ট ২০২৫

জিনিয়াস স্টুডেন্ট ফোরামের সংবর্ধনায় মেধাবীদের সম্মাননা

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

নারায়ণগঞ্জ থানাধীন আলী আহাম্মদ চুনকা পাঠাগার ও মিলনায়তনে জিনিয়াস স্টুডেন্ট ফোরাম আয়োজিত এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহান। এসময় আমন্ত্রিত অতিথি ছাড়াও প্রায় ৯০-১০০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সদস্য সচিব নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুকুল ইসলাম রাজিব, সাবেক ভিপি তোলারাম কলেজ ও যুগ্ম আহ্বায়ক নারায়ণগঞ্জ বিএনপি; আবদুল্লাহ আল মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও সাবেক শিক্ষার্থী আইন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, আজকের এই আয়োজনের মাধ্যমে প্রমাণিত হয়েছে মেধাবী ছাত্ররাই মেধাবীদের মর্যাদা দিতে পারে। তবে শুধু মেধাবী হলেই হবে না, একজন শিক্ষিত ও দায়িত্বশীল মেধাবী হতে হবে। এই মেধাবীরা একদিন রাজনৈতিক নেতা, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। পৃথিবীর সবচেয়ে বড় শক্তি কলম—এই কলম দিয়েই যেমন রাষ্ট্র পরিচালিত হয়, আবার অপব্যবহারের মাধ্যমে অর্থ পাচারও হয়। তাই আমাদের এমন মেধাবী হতে হবে যাদের দ্বারা দেশের উন্নতি হবে, দুর্নীতি নয়।

বক্তারা আরও বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন প্রকৃত মেধাবী ও দেশপ্রেমিক নেতা, যিনি দেশের কৃষি উন্নয়নে কাজ করেছেন। অপরদিকে শেখ হাসিনা তাঁর মেধাকে অপব্যবহার করে দেশকে দুর্নীতির পথে ঠেলে দিয়েছেন এবং কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন।

অনুষ্ঠানের শেষে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।