
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় ডাচ্ বাংলা পাওয়ার প্ল্যান্টের সামনে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৪ এপ্রিল) বিকেল চারটার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
উদ্ধারকৃত লাশটির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
কাঁচপুর থানা নৌ পুলিশের পরিদর্শক (আইসি) আব্দুল মাবুদ জানান, আমরা খবর পেয়ে লাশটি উদ্ধার করেছি। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।